ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইমপারফোর্টেড এনাস রোগে আক্রান্ত এক পথশিশুর ২৪ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আক্রান্ত শিশু ইয়াসিনের বাবা আব্দুল মজিদের কাছে আর্থিক অনুদান তুলে দেন সংগঠনটির সদস্যরা।
ইমপারফোর্টেড এনাস রোগে আক্রান্ত শিশু ইয়াসিনের বাবা বলেন, তার ২২ মাসের সন্তান জন্মের পর থেকেই নির্দিষ্ট পায়ুপথ দিয়ে মলমূত্র ত্যাগ করতে পারেনা। তাকে এ পর্যন্ত দুই বার ফরিদপুর ড. জাভেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে অপারেশন করা হয়েছে। প্রথমবার অপারেশনে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয়বার ৫৫ হাজার টাকা খরচ হয়েছে। আবারও তাকে অপারেশন করতে হবে। এবারে অপারেশন বাবদ ৪৫ হাজার টাকা প্রয়োজন। কিন্তু আমার পক্ষে এতো ব্যয়ভার বহন করা সম্ভব হয়ে উঠছে না।
ইবি শাখা সিআরসি’র সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, “আমরা ৩য় অপারেশন বাবদ খুলনা বিশ্ববিদ্যালয়সহ আরো দুইটা বিশ্ববিদ্যালয়ের ‘সিআরসি’র সদস্যদের সহায়তায় তাকে ২৪ হাজার টাকার আর্থিক অনুদান দিতে সক্ষম হয়েছি। অন্য দুটি বিশ্ববিদ্যালয় হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।”
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন