কুষ্টিয়া জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে অঘোষিত অচল ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সম্মেলনে যোগদান এবং কুষ্টিয়া জেলায় পরিবহন শ্রমিক ধর্মঘটের কারণে কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি। এছাড়া হলের আবাসিক শিক্ষার্থীদের ভয়ভীতি ও চাপ দিয়ে সম্মেলনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই যুগ পর মঙ্গলবার কুষ্টিয়া যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মুর্তজা সিদ্দিকী খসরুর সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থীদের সম্মেলনে যোগ দিতে বাধ্য করেছে ইবি ছাত্রলীগ। ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম আলী মুর্তজা সিদ্দিকী খসরুর নিকট আত্মীয় হিসেবে পরিচিত। সেজন্য সোমবার সকালে কয়েকজন ছাত্রলীগ কর্মী হালিমের নির্দেশে হলের সকল কক্ষে গিয়ে 'শিক্ষার্থীদের সম্মেলনে যাওয়া বাধ্যতামূলক' বলে জানিয়ে আসছেন। এছাড়া হ্যান্ড মাইক ও বাঁশি বাজিয়ে ভোরে সকল শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে দেওয়া হয়েছে। সম্মেলনে না গেলে হল থেকে চলে যাওয়ায় হুমকি দেন ছাত্রলীগ কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক শিক্ষার্থী জানান, আমার শারিরীক অসুস্থতার কথা জানালে ছাত্রলীগ কর্মীরা সম্মেলনে না গেলে হল থেকে চলে যেতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের সম্মেলনে যাওয়ার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদ জুয়েল রানা হালিম বলেন, ‘এটা জোর করার কোন বিষয় না। যার ইচ্ছা সে যাবে না হয় যাবে না।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক শিক্ষার্থী যুবলীগের সম্মেলনে যাওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। একই সাথে কুষ্টিয়া জেলায় পরিবহন শ্রমিক ধর্মঘটের কারণে কুষ্টিয়া থেকে শিক্ষার্থী বহনকারী কোন ভাড়া গাড়ি ক্যাম্পাসে আসেনি। ক্যাম্পাস ছিল পুরোপুরি ফাঁকা। ফলে অধিকাংশ বিভাগে ক্লাস ও ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা, কর্মচারিদের অলস সময় পার করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি দোতলা বাসসহ কয়েকটি গাড়ি সম্মেলনে ছাত্রলীগ কর্মীদের নিয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসতে পারেনি বলে জানা গেছে।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে ক্যাম্পাসে উপস্থিতি কম ছিল। তবে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এটা বলা যাবে না। তুলনামূলকভাবে একটু কম।’
সম্মেলনে শিক্ষার্থীদের বাধ্য করার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ করলে বিষয়টি আমরা দেখব।’
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল