জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সকল ইতিবাচক সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে এক জরুরী সাধারণ সভা থেকে এ বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়।
সাধারণ সভার আলোচনার বিবরণী থেকে জানা যায়, ‘শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামজা রহমান অন্তর প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নেতিবাচক প্রচারণা চালায়। এছাড়া সে বিভিন্ন মহলে সাংবাদিকদেরকে কটাক্ষ করে মন্তব্য করে।’
সর্বশেষ সাংবাদিক সমিতির সাবেক এক সভাপতি ও ক্যাম্পাসের বেশ কয়েকজন সাবেক ছাত্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করে আপত্তিকর মন্তব্য করে হামজা রহমান অন্তর।
এর আগেও সে তার চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় জাবিসাসের সহ-সভাপতিকে হুমকি দেয়। পরে তাকে এ ঘটনায় সাবধান করে শোকজ করে শাখা ছাত্রলীগ। কিন্তু তার এমন বেপরোয়া কর্মকান্ড থামেনি।
এসব বিষয় শাখা ছাত্রলীগের নজরে এনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলে সাংবাদিকরা। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও অন্তরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না বলে জানিয়ে দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল। অন্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই জাবি ছাত্রলীগের সব ধরণের ইতিবাচক সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জাবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এ বিষয়ে জাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরীফুল কবির শামীম বলেন, “অন্তর প্রতিনিয়ত বিতর্কিত কর্মকাণ্ড করেই যাচ্ছে। বারবার এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে ছাত্রলীগকে বলা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই সাধারণ সভায় সকল সাংবাদিকদের সিদ্ধান্ত অনুসারে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রলীগের ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
বিডিপ্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৭/ ই জাহান