‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবৃত্তি সংগঠন ‘স্বনন’র তিন যুগপূর্তি উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে উৎসবের উদ্বোধন করেন কবি হায়াত সাইফ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যগণ। এসময় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘কোনো শিল্পই কিন্তু একক ও বিচ্ছিন্ন নয়। আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য যদি খুঁজতে যাই। তাহলে লালনের গান, পশ্চিম বাংলার বাউল গান, কবি গান, বেহুলার গান-এসব মিলিয়ে একটা অখণ্ড জিনিস। এই অখণ্ড জিনিসের দিকেই আমরা লক্ষ্য রাখতে চাই। সেজন্যই আবৃতি সংগঠনকে সব সময় বলি বিচ্ছিন্ন হইও না, সংস্কৃতিক কর্মের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না। আর আবৃতির একমাত্র উদ্দেশ্য শুধু শুদ্ধ উচ্চারণ নয়। শুদ্ধভাবে মানুষের সঙ্গে কথা বলা।’
উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনের সামনে প্রথম শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এর আগে প্রথম শহীদ মিনারের সামনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক স্বননের দীর্ঘদিনের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এই শহীদ মিনারটিকে পাকিস্তানি বাহিনী এক রাতে গুড়িয়ে দেয়। এটা এই বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার। এটাকে তিনি সংরক্ষণ করার দাবি জানান।’ এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
দুই দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে প্রথম দিন ও পরের দিন বিকেল ৫টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ৯ নভেম্বর, ২০১৭/ ই জাহান