খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। ৬টি স্কুল ও একটি ইনস্টিটিউটের আওতায় ২৮টি ডিসিপ্লিনে এবার মোট ১২০৪টি আসনের বিপরীতে ২৯১৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ২৪ জন।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স ও হোপ পলিটেকনিক এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট খুলনা উপ-কেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে রোল নম্বর-০০০০১ থেকে ৫১২৪ পর্যন্ত এবং কুয়েট উপ-কেন্দ্রে রোল নম্বর-৫১২৫ থেকে ১২৯৯০ পর্যন্ত, রেভারেন্ড পল্স স্কুল উপ-কেন্দ্রে রোল নম্বর ১২৯৯১ থেকে ১৪১৬৯ পর্যন্ত এবং হোপ পলিটেকনিক এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট উপ-কেন্দ্রে রোল নম্বর ১৪১৭০ থেকে ১৪৮১৭ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত 'এ' ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত 'সি' ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজবিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত 'বি' ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জালিয়াতি ঠেকাতে এবার পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান অনাবৃত রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না।
পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের মেইন গেট দিয়ে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/আরাফাত