জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ও ‘ই’ ইউনিটের অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণিতে কোটায় সাক্ষাৎকার আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটায় আবেদনকারীদের কোটার সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ/প্রশংসাপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধার সন্তানদের মনোনয়নের পর আসন শূন্য থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা ভর্তিযোগ্য বলে বিবেচিত হবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন/ এ মজুমদার