রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘রাকসু আন্দোলন মঞ্চ’। রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে রাকসু নির্বাচন হচ্ছে না। ছাত্র প্রতিনিধি ছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা হচ্ছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে শিক্ষা-গবেষণার মান নিম্নমুখী, বিশ্ববিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি ও সন্ত্রাসের চিত্র দেখা যায়। তাই সাধারণ শিক্ষার্থীদের এই ‘রাকসু আন্দোলন মঞ্চ’ রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সংহতি প্রকাশ করে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম