সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) ধূমপানমুক্ত এলাকা ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ফলে ক্যাম্পাসের কোথাও কাউকে ধূমপান করতে দেখলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের অনুবৃত্তিক্রমে ২০১৫ সালে প্রণীত বিধিমালা অনুসারে শাবিপ্রবিকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হল।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, ক্ষুদ্র ও অস্থায়ী দোকান, ফুডকোর্টসহ অন্যান্য জায়গায় তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এসব জায়গায় তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব