ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেসে ‘পাবলিকেশন উইং’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করা হয়। ‘পাবলিকেশন উইং’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক অধ্যাপক ড. রহমান হাবিব। একইসাথে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস প্রন্থপ্রকাশ নীতিমালাও প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রেস থাকলেও সেখানে এতদিন দাপ্তরিক কার্যক্রম চলতো। বর্তমানে আমরা প্রেসের সাথে ‘পাবলিকেশন উইং’ চালু করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বই রিভিউয়ের মাধ্যমে ছাপার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞানতাত্ত্বিক ইমেজকে আমরা আরো বাড়াতে চাই।’
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রেস গ্রন্থপ্রকাশ নীতিমালা সম্পর্কে তিনি জানান, এই নীতিমালাতে মৌলিক, সৃজনশীল ও অনুবাদমূলক সন্দর্ভ, গবেষণামূলক অভিসন্দর্ভ এবং সন্দর্ভ মূল্যায়ন ও সন্দর্ভ পরিবেশন স্থান পেয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, ইবিসাসের সভাপতি আব্দুল্লাহ আল ফারুকসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ