বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজন করতে যাচ্ছে শুক্রবার থেকে দুই দিনব্যাপী ইংলিশ ফেস্ট ''চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব-২০১৮''। এতে প্রধান অতিথি হিসেবে প্রথম দিনের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবু ফয়সাল।
তিনি বলেন, শুক্রবার ও শনিবার (৯ ও ১০ নভেম্বর) দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত হবে। প্রথমদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন সেমিফাইনাল এবং ফাইনালের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, সারাদেশের বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৮টি দল অংশ নেবে। বিচারকার্য পরিচালনা করবে দেশের নানান বিতর্ক সংগঠন থেকে বিশ্ববিতর্ক প্রতিযোগিতায় দাপিয়ে বেড়ানো এশিয়ার বিতর্ক চ্যাম্পিয়নগণ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম