তরুণ প্রজন্মকে ব্যবসায়িক চিন্তাভাবনা ও উদ্যোক্তা তৈরির প্রেরণা জোগানোর অভিপ্রায় নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চলছে ‘বিজনেস ফেয়ার’। ক্যাম্পাসে বিজনেস স্ট্যাডিজ অনুষদের ১২তম ব্যাচের উদ্যোগে প্রথমবারের মত এ বিজনেস ফেয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এই বিজনেস ফেয়ার শুক্রবার শেষ হচ্ছে। বুধবার এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিচ তলায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস।
উদ্বোধনের পর টিএসসির নিচ তলায় বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা স্টল দিয়ে নানা ধরনের হাতের কাজ, কসমেটিকস, খাবার সামগ্রিসহ বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে বসেছে।
বিজনেস ফেয়ারের আহ্বায়ক “বিজনেস স্ট্যাডিজ” অনুষদের লেভেল-৪, সেমিস্টার-২ এর ছাত্র সামিউল হক জানান, ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় সমাপনি হবে। তিনি টিএসসিতে এসে সকলকে এই আয়োজন ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম