চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি রহমত উল্লাহ নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত ১৭ নভেম্বর ভর্তি হতে আসার পথে চুরি হয় তার ভর্তি সংক্রান্ত কাগজপত্র। কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার চৌধুরীকে বার বার বুঝানোর পরেও সেই কাগজ পত্র ছাড়া ভর্তি হতে দেননি। তাই কাগজপত্র উঠানো পর্যন্ত সময় দেয়ার দাবিতে আমরণ অনশন করছেন রহমত উল্লাহ।
বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্তরে আমরণ অনশন শুরু করে রহমত। পরে প্রক্টরিয়ালবডির সদস্যরা তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়। সেখানে তার বিষয়টা সমাধানের চেষ্টা চলছে বলে জানা যায়। রহমত উল্লাহর বাড়ি মাদারীপুর জেলায়। সে ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটে মেধা তালিকায় ৯১৭ তম হয়ে পছন্দ তালিকার ফলাফলে প্রথম পছন্দের বিষয় ইসলামিক স্টাডিজ পায়।
অনশনরত ভর্তিচ্ছু শিক্ষার্থী রহমত বলেন, গত ১৭ নভেম্বর বাড়ি থেকে আসার পথে ট্রেনে ফেনী অতিক্রম করার পর বিকেল ৩ থেকে ৪ টার মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে তার ব্যাগসহ কাগজপত্র গুলো চুরি হয়ে যায়। গত ১৮ অক্টোবর ছিল তার ভর্তি হওয়ার শেষ দিন। কাগজপত্রের কারণে সে ভর্তি হতে পারেনি। এ জন্য কাগজপত্র উঠানো পর্যন্ত তার ভর্তি হওয়ার সুযোগ দেয়ার জন্য সে আমরণ অনশন করছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আমরা জানতে পেরেছি একটা ছেলে অনশন করছে, আমরা তাকে ডেকে এনে কথা বলেছি। ভর্তি কমিটির সাথে এ ব্যাপারে কথা হয়েছে, তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া হবে।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী বলেন, কাগজপত্র ছাড়া আমরা কাউকে ভর্তি করাইনি। কাগজপত্র হারিয়ে গেলে আমাদের কি করার আছে। আমাদের নিয়ম মেনে চলতে হয়। তারপরেও বিষয়টা উপাচার্য মহোদয়কে জানানো হয়েছে। তার বিষয়টা আমরা বিবেচনায় রাখলাম।'
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন