বিজয়ের মাসের প্রথম দিনে ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০ টি ফানুস উড়িয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশবিদ্যালয়ের (ঢাবি) ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’। শনিবার রাত নয়টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। একইসাথে বীর প্রতীক তারামন বিবির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ টিএসসি ভিত্তিক ১০টি সংগঠন অংশগ্রহণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে স্মরণ করছি ৩০ লাখ শহীদকে, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আজকে বীর প্রতীক তারামন বিবি চির বিদায় নিয়েছেন। আমরা প্রত্যেক তরুণ তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি। তারা মন বিবি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। প্রত্যেক ঘরে আমরা এক একটি তারামন বিবি হয়ে জন্ম নিবো।’
এতে উপস্থিত ছিলেন টিএসসি ভিত্তিক সংগঠন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন মিয়া, জয়ধ্বনি সাংস্কৃিতক সংগঠনের সভাপতি সাব্বির হোসেন, মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নাট্যসংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সানোয়ারুল হক সনি ও সাধারণ সম্পাদক সবুজ তালুকদার, সায়েন্স সোসাইটির সহ সভাপতি মশিউর রহমানসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৮/হিমেল