শীতকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অবকাশ শেষে হলসমূহ খুলে দেয়া হবে আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার)। ফলে আবাসিক হলগুলো বন্ধ থাকবে ৯দিন।
বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জিন্নাত ফেরদৌসী এ তথ্য জানান। তিনি বলেন, প্রাধ্যক্ষ পরিষদের সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন অবকাশ উপলক্ষে ২৫ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। হলগুলো ৩ জানুয়ারি সকাল ১০টায় আবারও খুলে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, শীতকালীন অবকাশ উপলক্ষে ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে। অফিসগুলো ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। এদিকে ৪ জানুয়ারি (শুক্রবার) ও ৫ জানুয়ারি (শনিবার) সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধের সময়সূচিতে আরও দুদিন ছুটি বৃদ্ধি পাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম