হুইল চেয়ারে বসে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস করলেন মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসা সেই হৃদয় সরকার।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাসে যোগ দেন তিনি।
ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে আড্ডাও দিয়েছেন হৃদয়। বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ (টিএসসি) বিভিন্ন স্থানে হৃদয় সরকারকে হুইল চেয়ারে চড়ে ঘুরতে দেখা যায়।
মায়ের কোলে চড়ে পরীক্ষা হলে গিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেন হৃদয়। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া হৃদয় ও তার মায়ের সেই ছবি
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধাক্রমের কারণে তার ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে পুনরায় আলোচিত হলে প্রতিবন্ধী কোটার নিয়ম পরিবর্তন করলে পছন্দের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির সুযোগ হয় হৃদয়ের।
বিডি প্রতিদিন/কালাম