জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৯ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. দীপিকা রাণী এবং সাধারণ সম্পাদক পদে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নূর মোহাম্মদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস এ ফলাফল ঘোষণা করেন।
শিক্ষক সমিতির নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি ড. মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. শামছুল কবির, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আব্দুল্লাহ্ মাহফুজ, কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক ড.আব্দুস সামাদ, মো. মাসুদ রানা, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, অধ্যাপক ড. মনিরা জাহান, সহকারী অধ্যাপক রাবিতা সাবাহ, সহকারী অধ্যাপক রিতু কুন্ডু, মেফতাহুল হাসান, অধ্যাপক ড. আবুল হোসেন, সহকারী অধ্যাপক মোবারক হোসেন, সহকারী অধ্যাপক নিয়াজ আলমগীর।
নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভুইঁয়াকে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নতুন কমিটির নেতারা তাদের নির্বাচনের আগে ২১ দফা প্রতিশ্রুতি যথাযথ পালন করবে বলে আশ্বাস দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজনুর রহমান বলেন, নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের স্বার্থে কাজ করে যাবেন। শিক্ষকদের সকল যৌক্তিক দাবির পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। এছাড়া নতুন কমিটির নির্বাচিত সকল সদস্যদের অভিনন্দন জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম