‘জিওপলিটিক্স অব দ্যা সাউথ চায়না সি ইন দ্যা কামিং ডিকেডস’ শিরোনামে বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ।
বইটির লেখক আইইউবি’র স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আমিনুল করিম।
রাজধানীর বসুন্ধরায় আইইউবি’র অডিটোরিয়ামে মঙ্গলবার এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাম্বাসেডর এবং বিমসটেকের সেক্রেটারি জেনারেল এম. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করেন অ্যাম্বাসেডর এবং সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন এবং আইইউবি’র গে্লাবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ইমতিয়াজ এ. হুসেইন।
চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান এবং আইইউবি’র বিওটি’র সাবেক চেয়ারম্যান তৌহিদ সামাদ ও আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। বইটি নিয়ে আরও আলোচনার পরামর্শ দেন তৌহিদ সামাদ। বলেন, এতে আইইউবি’র শিক্ষার্থীদের চিন্তার পরিধি ও জ্ঞান বাড়বে।
ধন্যবাদ জ্ঞাপন করে আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন জানান, র্যাংকিং ওয়েব অব ইউনিভার্সিটিজ (আরডব্লিউইউ)’র র্যাংকিং-এ দেশের ১৪০ টি’রও বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবি প্রথম স্থান অধিকার করেছে।
তৌহিদ হোসেন তার পর্যালোচনায় বইটির প্রেক্ষাপটে ভৌগলিক রাজনীতি, ক্ষমতার হাতবদল এবং গণতন্ত্র চর্চা নিয়ে কথা বলেন। বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক ইমতিয়াজ এ. হুসেইন বলেন, চীন এবং তার আশপাশের দেশগুলোকে কেন্দ্র করে বৈশ্বিক ক্ষমতার পালাবদল লক্ষ করা যাচ্ছে। তবে এই পালাবদলে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি বড় ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
অ্যাম্বাসেডর শহিদুল ইসলাম লেখককে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের গুরুত্বপূর্ণ বই নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
লেখককে তার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে আইইউবি উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান ইতিহাস এবং ভৌগলিক প্রেক্ষাপটে বইয়ের গুরুত্ব তুলে ধরেন। বলেন, দক্ষিণ চীন সাগর অঞ্চল বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে শুরু করেছে।
পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আইইউবি’র বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন