‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা গ্রন্থাগারকে পুরোপুরি আধুনিকায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। গতবারের তুলনায় এবার আমরা তিনগুণ বাজেট বৃদ্ধি করেছি। আমাদের গ্রন্থাগারে শুধুমাত্র আমাদের বই-ই নয় বিশ্বের বিভিন্ন উন্নত গ্রন্থাগারের বই পড়ারও ব্যবস্থা রয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. আব্দুল গনি, অধ্যাপক ড. জহিরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার