ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মাহবুবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দুর্নীতিবাজ শিক্ষক ও ছাত্রলীগ নেতারা প্রফেসর ড. মাহবুবুর রহমানের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পরে তারা তাদের দাবী আদায়ে ভাইস চ্যান্সেলরের কাছে যান। এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশিদ আশকারী বিষয়টি ক্ষতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ