জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'এডভান্স ট্রেনিং অন রিসার্চ মেথডলোজি' শীর্ষক প্রশিক্ষণ কোর্স চলছে। গত বুধবার (১৩ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় কক্ষে কোর্স উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
৭ ডিসেম্বর পর্যন্ত চলা এ কোর্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও CSRT-এর সদস্য অধ্যাপক ড. এস. এম. আনোয়ারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. উত্তম কুমার দাশ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন CSRT, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, Center of Social Science Research Training (CSRT), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে `এডভান্স ট্রেনিং অন রিসার্চ মেথডলোজি' শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি করানো হয়। কোর্সটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ক্লাস নেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ