জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)-এ উইম্যান পিস ক্যাফের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ইউএন ওমেন বাংলাদেশের অর্থায়নে ছাত্রীদের জন্য উইম্যান পিস ক্যাফের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ইউএন ওমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, সিপিজের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান, জাককানইবি’র ট্রেজারার প্রফেসর ড. জালাল উদ্দিন, সিপিজের রিসার্স ফেলো ড. সামিয়া হক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ রিসার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নরস সাবের এ চৌধুরী।
সকাল ১১টায় উইম্যান পিস ক্যাফের উদ্বোধনের পর ক্যাফের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একটি শোভাযাত্রায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/আরাফাত