মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘শুভেচ্ছা পরিদর্শনে’ যান ক্রিকেট দলের সদস্যরা। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্তরে উন্নীত হয়েছে এ দল।
ক্যাম্পাসে তাদেরকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন ড. তাহের বিল্লাল খলিফা, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।
এ সময় সিলেট বিভাগীয় ক্রিকেট দলের কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, বিসিবির কোচ মাহমুদ ইমন, দলের ম্যানেজার ফরহাদ কোরেশী, দলের অধিনায়ক ইমতিয়াজ হোসেন তান্না, ক্রিকেটার অলক কাপালী, এনামুল হক জুনিয়র, আবু জায়েদ চৌধুরী রাহী, রাহাতুল ফেরদৌস জাবেদ, ইমরান আলী এনাম, নাসুম আহমেদ, মুমিনুল হক মোহন প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট বিভাগীয় দলের ক্রিকেটার আবু জায়েদ রাহী, রাহাতুল ফেরদৌস জাবেদ, ইমরান আলী, মুমিনুল হক মোহন ও আসাদুল্লাহ গালিব মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী।
সিলেট বিভাগীয় ক্রিকেট দলের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ঘুরে দেখেন। নির্মল পরিবেশের মধ্যে নান্দনিক ক্যাম্পাস দেখে তারা মুগ্ধ হন। সন্ধ্যার পর ক্রিকেটারদের সম্মানে ক্যাম্পাসে বার-বি-কিউ পার্টি হয়। এদিকে, সিলেট বিভাগীয় ক্রিকেট দল আগামীতে জাতীয় লিগের প্রথম স্তরেও সফলতা লাভ করবে এবং এ দলের আরো বেশি সংখ্যক ক্রিকেটার জাতীয় দলে সুযোগ করে নেবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।
প্রসঙ্গত, আগামী জানুয়ারিতে স্থায়ী ক্যাম্পাসে পুরোদমে কার্যক্রম শুরু করবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বর্তমানে স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং টার্মের জন্য শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনটি রুটে নিজস্ব বাস পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার