বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য স্মরণে অনুষ্ঠিত “কাজী আজহার আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯” এ অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির সরদার এক্সপ্রেস।
বৃহস্পতিবার দুপুরে ইউনিভার্সিটি সংলগ্ন উদয়াচল ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা সিএসই বিভাগের কিউ সার্প ক্রিকেট দলকে ৮৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সরদার এক্সপ্রেস নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন মেহেরাব হোসেন জোশি। কিউ সার্পের আরিফুল এবং মেহেদী হাসান ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে কিউ সার্প ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ফারুক সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেন। সরদার এক্সপ্রেসের জোশি ৯ রানে ৩ উইকেট লাভ করেন।
ফাইনাল খেলায় ৭০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সরদার এক্সপ্রেসের মেহেরাব হোসেন জোশি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন কিউ সার্প দলের মেহেদী হাসান মেঘ।
খেলা শেষে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব:), পরিচালক (টেকনিক্যাল) ইঞ্জিঃ কাজী তাইফ সাদাত, সিএসই বিভাগের প্রধান জনাব সাদিক ইকবাল, ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিন, আয়োজক কমিটির সদস্য মীর আমজাদ হোসেন আকাশ, ইমন, শিপার আহমেদসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী খেলা উপভোগ করেন।
প্রসঙ্গত: গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টে বিইউ’র বিভিন্ন বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্ট কমিউনিটি (বিইউএসসি)।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ