পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিক্ষার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার রাজাপুরে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারিপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে নিয়ে কয়েকজন পাবনা জেনারেল হাসপাতালে আসে। চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালে আনার পথে অ্যাম্বুলেন্সের চালক রাজু আহমেদ (৩২) মারা যায়। গুরুত্বর আহত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান ও ফারহান, ট্রাকের চালক ও সহকারী এবং দুজন পথচারী রয়েছেন।
ছয়জন আহতকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে, রোকনুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও পাবিপ্রবি’র প্রোভিসি আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ও শিক্ষক ড. আবদুল আলীম, আওয়াল কবির জয়, প্রক্টর প্রীতম কুমারসহ শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে আসে। আহত রোকনের অবস্থা আশংকাজনক বলেও জানান শিক্ষকরা।
বিডি প্রতিদিন/হিমেল