ভর্তি পরীক্ষাকালীন শিক্ষার্থী ভোগান্তি কমানোর কথা মাথায় রেখে প্রথমবারের মতো দেশের ছয়টি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি কৃষি প্রাধান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের এ ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকেও সমন্বিত ভর্তি পদ্ধতির পথ দেখিয়ে দিল।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি); ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি); গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি); সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি); চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এ ৬টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সকাল ১১ টায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুসন্ধানে জানা যায়, পূর্বের সব ভর্তি পরীক্ষার ন্যায় এবার ছয়টি কেন্দ্রের কোনটিতেই ডিজিটাল জালিয়াতি কিংবা বদলি পরীক্ষা দেওয়ার প্রবণতার মতো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকার কেন্দ্র শেকৃবিতে পরীক্ষা পরিদর্শনে এসেছিলেন ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ।
পরিদর্শন শেষে তিনি সাংবদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা অনেকদিনের চাওয়া। কৃষি বিশ্ববিদ্যালয়গুলো তা বাস্তবায়ন করে দেখালো। সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতেও এটি সম্ভব। অন্যান্যবারের তুলনায় এবার কোন ঝামেলা ছাড়াই পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পেরেছে বলে আমার মনে হয়েছে।’
ঢাকা বাদে বাকি ৫টি কেন্দ্রে কোন অপ্রীতিকর কিছু ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, অন্য কোন কেন্দ্র থেকে আমি এরকম কোন খবর পাইনি।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভপতি ও শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘রাষ্ট্রপতির পরামর্শক্রমে গৃহীত এ পরীক্ষা যথেষ্ট সুষ্ঠু হয়েছে। আশা করি সমন্বিত পরীক্ষা পদ্ধতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহে ২০১৯-২০২০ স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য এবার ৭৪ হাজার ৪৫৬ জন আবেদন করলে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্বদ্যিালয়গুলোর মোট আসনের ১০ গুণিতক সংখ্যা অর্থাৎ ৩৫ হাজার ৫৫০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। ৫ ডিসেম্বর ফলাফল প্রকাশিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল ও এ-সংক্রান্ত যাবতীয় তথ্য admission-agri.or এ ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন