চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছেলেদের ৪টি আবাসিক হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও হাটহাজারী মডেল থানা পুলিশের সহায়তায় এ তল্লাশি চালানো হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে শুরু হয়ে রাত ৮ পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অভিযানে কাউকে আটক করতে পারে নি পুলিশ। হলগুলো হল- শাহজালাল, সোহরাওয়ার্দী, শাহ-আমানত, শহীদ আব্দুর রব। সূত্রে জানা যায়, ৪টি হলে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১৫টি রামদা, বেশ কিছু লাঠি, রড ও পাইপ উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, গতকালের সংঘর্ষের প্রেক্ষিতে কয়েকটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে হাতে তৈরি কিছু অস্ত্র, দা, ৩/৪ বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। এতে কাউকে আটক করা হয় নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মনিরুল হাসান বলেন, সন্দেহের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৪টি হলে অভিযান চালানো হয়েছে। এতে কিছু লাঠি ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত দুইদিন ধরে শাখা ছাত্রলীগের দুইটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ৪টি আবাসিক হলে অভিযান পরিচালনা করে হাটহাজারী থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার