ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (ইবিশিস) নির্বাচনে প্রগতিশীল শিক্ষকদের সংখ্যাগরিষ্টতা থাকা সত্ত্বেও একক আধিপত্য হারিয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। নির্বাচনে কাঙ্খিত ফলাফল অর্জন করতে না পারার কারণ উৎঘাটন করতে তদন্ত কমিটি গঠন করেছে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’।
সোমবার কার্যকারী পরিষদের সভায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সংগঠনটি। তদন্ত কমিটিতে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে সদস্য করা হয়।
জানা গেছে, গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দলের মধ্যে বিভাজন এবং নির্বাচনে প্রার্থী দিতে সমঝোতা না হওয়ায় আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম পৃথক দু’টি প্যানেলে নির্বাচনে অংশ নেয়। শাপলা ফোরামের একটি পক্ষ অধ্যাপক ড. কাজী আখতারকে সভাপতি ও অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের প্যানেলে নির্বাচনে অংশ নেয়। অপর প্যানেলে সভাপতি পদে শাপলার সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে নির্বাচনে একক আধিপত্য হারায় শাপলা ফোরাম।
শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ পদে আওয়ামীপন্থী ১০ জন এবং বিএনপি-জামায়াতপন্থী ৫ জন নির্বাচিত হয়েছেন। এতে ১২৩ ভোট পেয়ে আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. কাজী আখতার হোসেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াতের প্যানেল থেকে সর্বোচ্চ ১৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম