ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
সোমবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন স্পট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে শিক্ষার্থীদের পদচারণা অনেক কম। কেমন যেন এক স্থবিরতা ভাব।
এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব