ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী বই-ঘড়ি-ইনহেলার ঝোঁপের মধ্যে পড়েছিল। সোমবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোঁপের মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের এক সদস্য গণমাধ্যমকে জানান, ঝোঁপের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত আমরা পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটিই ঘটনাস্থল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানানো হবে।
এর আগে রবিবার সন্ধ্যায় কুর্মিটোলা বাস স্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিনি এখন চিকিৎসাধীন। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা