ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীর বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
জানা যায়, সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ধর্ষণের জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণ আজ নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকার অনেক জটিল বিষয়ের সমাধান করলেও ধর্ষণের ব্যাপারে কার্যকারী ভূমিকা রাখতে পারছে না। আমরা চাই ঢাবির এই ঘটনাই যেন দেশে শেষ ঘটনা হয়।
বিডি প্রতিদিন/হিমেল