রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০ টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে একটি মৌন মিছিল নিয়ে রাজু ভাষ্কর্যের সামনে যায় তারা।
সেখানে মৌন অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। নিজেদের সহপাঠী ধর্ষণের বিচার দাবি করে তারা বলছেন, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ডে উন্নীত করতে হবে। তাহলে সমাজে আইনের প্রভাব পড়বে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন