ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের আশ্বাসে অনশন কর্মসূচি স্থগিত করেছেন রাজধানীর কুর্মিটোলায় ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চার দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে উপাচার্য মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান।
অনশন শুরু করা দর্শন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী সিফাতুল ইসলাম বলেন, ভিসি স্যারের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি ২০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছি। আমরা চাই এসময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন হোক এবং ধর্ষণ প্রতিরোধে সমাজের সবাই এগিয়ে আসুক ও সচেতন হোক।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, ডাকসু বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা শিকদার রাকিবুল ইসলাম ঐতিহ্য প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ