জরুরি অফিস আদেশ জারি করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ১০ জানুয়ারি এবং ১১ জানুয়ারির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ছাত্রলীগ ও কর্মচারী সংসদের বিক্ষোভের মুখে এ ঘোষণা দেয়া হয়েছে।
পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলেও বৃহস্পতিবার বিকাল থেকে তালা দেয় ছাত্রলীগ ও কর্মচারী পরিষদ। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসিসহ কর্মকর্তারা। রাতে অবশ্য অবরোধ তুলে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয় যে, বিভিন্ন বিভাগ/দপ্তর/শাখায় নিয়োগের লক্ষ্যে পূর্বঘোষিত ১০ ও ১১ জানুয়ারি ২০২০ তারিখের কর্মচারী নিয়োগ ২০১৯ এর সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা