ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন এবং খালেদা জিয়া হলে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল পুনরায় নিয়োগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম তাদের এ পদে নিয়োগ দিয়েছেন। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্টার জানান, গত ১৮ অক্টোবর দুই হলের প্রভোস্টের মেয়াদ পূর্ণ হওয়ায় পুনরায় তাদের নিয়োগ দেয়া হয়েছে। শনিবার উভয়ের বরাবর চিঠি পাঠানো হয়। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ