নিখোঁজ হওয়ার পরে নির্মম নির্যাতনের পর উদ্ধার হয়েছে সাংবাদিক গোলাম সারোয়ার। সংবাদ কর্মীর প্রতি এমন নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এছাড়া ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সোমবার জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক রুদ্র আজাদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।
এর আগে গত ২৯ অক্টোবর নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডি এবং সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সরোয়ার।
তিনদিন নিখোঁজ থাকার পরে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের বড়কুমিরা গরুর বাজার এলাকায় খালের পাড় থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/আবু জাফর