রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
এক বিবৃতিতে উপাচার্য বলেন, বাঙালি জাতির স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মতো ধৃষ্টতা যারা দেখিয়েছে, তারা আমাদের মহান স্বাধীনতার শত্রু। জাতির পিতার প্রতি অবমাননা আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা।
উপাচার্য আরও বলেন, একটি মহল বিশেষ হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যু নিয়ে যে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালিয়েছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন।
উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিবারে সকল সদস্য এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তিদানের লক্ষ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ও এর মতদাতাদের আইনানুগ শাস্তি প্রদানের দাবী জানাচ্ছে।
বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর