কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উপাচার্য বলেন, ‘বাংলাদেশের মাটিতে কোনো রকম নৈরাজ্য ও মৌলবাদ বিস্তাারের সুযোগ নেই। যে মানুষটির সৃষ্টি না হলে দেশ পেতাম না, অর্থনীতি পেতাম না, সমৃদ্ধি পেতাম না তাকে যারা অবমাননা করেছে তারা দুঃসাহস দেখিয়েছে। নিশ্চয়ই আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।’
ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান। বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা।
এছারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন শেকৃবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ বেশ কয়েকটি সংগঠন।
বিডি প্রতিদিন/এমআই