আবাসিক হল ও পরিবহন সুবিধা নিশ্চিত করে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভায় আবাসিক হল বন্ধ রেখে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রনেতারা ও সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে আসছেন। সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাট্টা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলে আবাসিক হল বন্ধ রেখে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে- কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে তার দায়ভার কর্তৃপক্ষ নেবে না।
সে অনুযায়ী বিভাগগুলো ইতোমধ্যে পরীক্ষা নিতে তোড়জোড় শুরু করেছে। তবে আবাসিক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত না করে পরীক্ষায় অংশ নিতে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীরা। হল খুলে পরীক্ষা গ্রহণের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে প্রতিবাদে সরব রয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে অনলাইন ক্লাসে অধিকাংশ শিক্ষার্থী উপস্থিত না থাকাতে রিভিউ ক্লাসের মাধ্যমে কোর্স শেষ করে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন।
সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাট্টা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হল খুলে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে শাখা ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন। যৌক্তিক দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনে যেতেও ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন নেতাকর্মীরা।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এ ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে পজিটিভ। তবে একাডেমিক কাউন্সিলের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেব, একার পক্ষে সম্ভব না। তবে আমরা সরকারের সবুজ সঙ্কেতের দিকে চেয়ে আছি। ইউজিসির সঙ্গেও আমি বিষয়টি নিয়ে কথা বলব।
বিডি প্রতিদিন/আবু জাফর