বাংলাদেশ প্রতিদিন অনলাইন ভার্সনে গত ২৬/১২/২০২০ তারিখ ‘চবি উপাচার্য কন্যার বিরুদ্ধে গাড়ি বিলাসের অভিযোগ!’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কন্যা রিফাত মোস্তফা টিনা। তার বক্তব্য, প্রকাশিত সংবাদটি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, শুক্রবারে আমি পারিবারিক একটি অনুষ্ঠানে চট্টগ্রাম শহরে ব্যস্ত ছিলাম। গাড়ি ব্যবহার নিয়ে আমার সাথে কোন ধরনের যোগাযোগ হয়নি এবং এ ঘটনার সাথে আমার কোন ধরনের সম্পৃক্ততা নেই।
প্রতিবেদকের ব্যাখ্যা: যাচাই-বাছাই ও তথ্য প্রমাণের ভিত্তিতেই সংশ্লিষ্ট খবরটি প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সেই খবরটি: চবি উপাচার্য কন্যার বিরুদ্ধে গাড়ি বিলাসের অভিযোগ!