সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের দশজন শিক্ষক এক বিবৃতির মাধ্যমে উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের জন্য স্বাধীনতাত্তোর সরকার তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই ব্যক্তি, যিনি প্রথম বাঙালি সেনা অফিসার- পাকিস্তানের বিরূদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে বাঙালি সেনাবাহিনী ও আপামর জনসাধারণকে নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ জিয়ার প্রত্যক্ষ ভূমিকায় বাংলাদেশকে হানাদার মুক্ত ও স্বাধীন-সার্বভৌম করার নিমিত্তে যুদ্ধের রণকৌশল হিসেবে গোটা দেশকে ১১টি সেক্টরে ভাগ করেন। তিনি ১ নং সেক্টরের সেক্টও কমান্ডার ছিলেন।”
বিবৃতিদাতা শিক্ষকরা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক ড. মো. আতাউর রহমান, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. মোর্শেদুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক জোয়ার্দ্দার অধ্যাপক ড. নূরুল আলম, অধ্যাপক ড. আব্দুল বারী মিঞা, অধ্যাপক ড. নজরুল ইসলাম মিঞা ও অধ্যাপক ড. সায়েদুল ইসলাম।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ