ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান নান্নু মাস্টার ও কবির হোসেন।
বক্তারা বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীর যেন ভালো ফলাফল করে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশাই করে সকল শিক্ষার্থীকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেন বক্তারা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন, সদস্য কাজী রাজিব হোসেন, সদস্য সামায়ন কবির, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ূন কবির ও দুলাল সরকার, নজরুল ইসলাম মাস্টার, হেফজু মাস্টার, শিক্ষক সাজিদুল ইসলাম, আলী আজম, সপন মিয়া, বড়াইল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম, ইসরাত জাহান, সাংবাদিক আমিন ব্যাপারী, বিদ্যালয়ের মহিলা অভিভাবক সদস্য রত্না বেগমসহ অন্যান্যরা।
আরও উপস্থিত ছিলেন বড়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ আলম। এসময় শিক্ষার্থীদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন কাজী নুসরাত জাহান, হাফেজ কামাল উদ্দিন, সানজিদা আলম, তামিম মিয়া ও মেহজাবিনসহ অনেকেই।
বিডি প্রতিদিন/আরাফাত