বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ফেসবুক ব্যবহার কমিয়ে বর্তমান সময়ের শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাওয়ার অন্যতম কারণ ফেসবুকে বেশি সময় কাটানো।
এটা শুধু বাংলাদেশের চিত্র না, পৃথিবীর বেশিরভাগ জায়গায় এই সমস্যা দেখা যাচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ফেসবুকমুখী না হয়ে বইমুখী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের সবকিছু আমার প্রিয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কাটানো সময়গুলোকে মিস করি। আমি বর্তমানে অবসরে আছি। আমার অবসর সময় ভালোই কাটছে। আমি যেহেতু লেখালেখি করি এই দিকে বেশি সময় কেটে যায়।’
শাবিপ্রবি শিক্ষার্থীদের লিডারশিপ কোয়ালিটির ব্যাপারে জাফর ইকবাল আরও বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যে সাবজেক্টেই ভর্তি হোক না কেন, সে এখান থেকে পাস করার পর একজন কোয়ালিটিফুল ও যোগ্যতা সম্পন্ন লিডার হবেন। সে যেখানেই যাবে, সেখানেই লিড দেওয়ার মতো যোগ্যতা থাকবে। যদি সে এটা করতে না পারে, তাহলে আমি মনে করি, সে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সঠিকভাবে তার দায়িত্ব পালন করেনি। আমরা যা শিখিয়েছি, তা সে শিখেনি। তাকে শিখতে হবে, তার আগ্রহ থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ ও কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম, রাশেদুল হাসান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ। মতবিনিময় শেষে শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে মুহম্মদ জাফর ইকবালকে প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন কথন-৩ এর সৌজন্য কপি তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই