দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)’ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের (২০২১-২২) নতুন সভাপতি হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ মনোনীত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সদ্য বিদায়ী সভাপতি জি এম হিরক এবং সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম নতুন কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদন দেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হেদায়েতুল ইসলামকে সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তাওসিফ আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে বিজেএসসি’র ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটির দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সাথে দায়িত্বপ্রাপ্তদের কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্বও দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে গঠিত হয়। বিজেএসসি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠনে রূপ লাভ করেছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিজেএসসি’র কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম