জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন মহিউদ্দিন অনিস, অঞ্জন চৌধুরী, রিফাত সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শ বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। বাংলাদেশের গৌরবময় ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগের যে অর্জন, সে অর্জনকে সমুন্নত রাখার প্রত্যয়ে কাজ করে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সুন্দর-সুশৃংখল ও সেশনজটমুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।’ কমিটির অন্যান্য নেতৃবৃন্দও প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল