করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধিতে অনলাইন ক্লাসের পাশাপাশি সশরীরে চলমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। এছাড়াও খোলা থাকবে সব আবাসিক হল।
শুক্রবার সন্ধ্যায় ডিনস কমিটির মিটিংয়ে এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, চলমান পরীক্ষাগুলো সশরীরে হবে। তবে ক্লাস হবে অনলাইনে। হল খোলা থাকবে এবং শিক্ষার্থীদের সুবিধায় স্বাভাবিক শিডিউলে চলবে শাটল ট্রেনও।
এছাড়াও তিনি বলেন, যেসব বিভাগের পরীক্ষার তারিখ এখনও হয়নি, সেসব বিভাগের পরীক্ষা ৬ ফেব্রুয়ারির পর নির্ধারণ করতে বিভাগসমূহকে বলা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন