সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছেন ঢাকায় অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় এ সমাবেশ করেন তারা। এ সময় আন্দোলনরত সাবেক ‘এক দফা এক দাবি, ভিসি ফরিদ তুই কবে যাবি’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও; এক হও’, ‘চাষাভুষার সন্তান, আমরা সবাই সাস্টিয়ান’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অপসারণের ব্যাপারে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অ্যাডভোকেট আবদুল হামিদের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।
শাবিপ্রবির ২০০৩-০৪ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ৫২ ঘণ্টারও বেশি সময় ধরে আমাদের জুনিয়ররা অনশনরত। তাদের মধ্যে অনেকে অসুস্থ। কিন্তু উপাচার্য এখনো পদত্যাগ করে নি। ফরিদ উদ্দিনকে অপসারণ করে একজন যোগ্য উপাচার্য দিয়ে শাবিপ্রবিকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর