জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ। প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ৩-০ ব্যালটে হারিয়ে জয়লাভ করে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। বাংলাদেশ টেলিভিশন অডিটোরিয়ামে ২১ জানুয়ারি বিতর্কটি অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল ‘খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশের ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়ন সম্ভব।’ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ভিসিডিএসএর সভাপতি ও দলনেতা শাহনূর কিবরিয়া সুজন।
অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন – ১ম বক্তা শাহজালাল সরকার সোহান, ২য় বক্তা হেরা ফালাক আলীশা, ৩য় বক্তা ও দলনেতা শাহনূর কিবরিয়া সুজন। এছাড়াও অতিরিক্ত বক্তা ছিলেন, রিয়াজ হোসেন, রফিকুল ইসলাম, গোলাম হাক্কানী ও আলিমুল হক আজাদ।
এ সময় বিতার্কিকদের সঙ্গে ছিলেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, সহকারী অধ্যাপক জুবায়েদা নুর খান, ভিসিডিএসের এডিশনাল মডারেটর কাজী আপন তিবরানী। এই জয়ে বিতার্কিকদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং মডারেটর অভিনন্দন জানান।
বিডি প্রতিদিন/এএম