জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিলনমেলা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা।
আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন।
বুধবার রাত থেকেই ব্রাজিল সমর্থকরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে পতাকা, বেনার, ফেস্টুনসহ অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি সেরেছে। সকাল থেকেই ক্যাম্পাসে ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে মিলনমেলাটি আনন্দ উৎসব রূপ নেয়। এরপর দুপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একটি কেক কেটা হয় মিলনমেলা উপলক্ষে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লাগানো হয় ব্যানার ফেস্টুন।
আয়োজনে অংশ নেয় সাবেক শিক্ষার্থীরাও। শিক্ষার্থী আশিকুজ্জামান বলেন, এবার কাতার বিশ্ব কাপে হেক্সা শিরোপার মাধ্যমে আবারও ব্রাজিল আটশো কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আমি প্রত্যাশা করি।
এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থকের প্রধান উপদেষ্টা সোহাগ রাসিফ বলেন, ক্রীড়া একটু বিনোদনের মাধ্যম। বিনোদনের বাহিরে গিয়ে সাংঘর্ষিক মনোভাব থেকে সরে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ উপভোগ করব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন