ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যঁ তিরল। সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন ৩০ হাজার ৩৪৮ জন গ্রাজুয়েট।
এদিকে, সমাবর্তনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। কালো গাউন আর চৌকোনা টুপি পরে ক্যাম্পাস মাতিয়ে বেড়াচ্ছেন গ্রাজুয়েটরা। ছবি তুলছেন দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। নানান ঢঙে, একা কিংবা দলগতভাবে ছবি তুলে রাখছেন বিশ্ববিদ্যালয় জীবনের সমাপনী পর্বের। কারও কারও সাথে যোগ দিয়েছেন তাদের পিতা-মাতাও।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তন অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, দুইজনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন বক্তা ড. জ্যঁ তিরলকে দেওয়া হবে সম্মানসূচক ডক্টর অব লজ (অনারেস ক’জা) ডিগ্রি।
নিবন্ধনকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের মধ্যে ২২ হাজার ২৮৭ জন কেন্দ্রীয় খেলার মাঠে এবং অধিভুক্ত সাত কলেজের সাত হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশগ্রহণ করবেন।
সকাল ১১টা ৫৫ মিনিটে কার্জন হল থেকে চ্যান্সেলরের শোভাযাত্রার মধ্য দিয়ে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগেই আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গ্রাজুয়েটরা তাদের স্ব-স্ব আসন গ্রহণ করবেন। এরপর একে একে সমাবর্তন বক্তার সাইটেশন পাঠ ও ডিগ্রি প্রদান, চ্যান্সেলরকে ক্রেস্ট প্রদান, পিএইচডি, ডিগ্রি, এমফিল, স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি ও স্বর্ণপদক প্রদান করা হবে। এরপর সমাবর্তন বক্তা, বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, উপাচার্য এবং চ্যান্সেলরের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
সমাবর্তনের দিন নিরাপত্তার স্বার্থে শাহবাগ থেকে টিএসসি-দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত রাস্তানির্মাণ কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। গ্র্যাজুয়েটদের চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসের রাস্তায় গাড়ি পার্কিং না করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাঠ ব্যবহার করতে বলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল