ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রভোস্ট কাউন্সিলের উদ্যোগে ও ইবি ডিবেটিং সোসাইরির সহযোগিতায় আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আজ।
শনিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় বাংলা মাধ্যমে চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ রাসেল হল। ইংরেজি মাধ্যমে চূড়ান্ত পর্বে লড়াই করবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদ জিয়াউর রহমান হল।
অনুষ্ঠানে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড.মামুনুর রহমান প্রমূখ উপস্থিত থাকবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ৮ টি আবাসিক হলের শিক্ষার্থীদের নিয়ে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে বাংলা মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে হারিয়ে শেখ রাসেল হল ও সাদ্দাম হোসেন হলকে হারিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ফাইনাল পর্বের জন্য নির্বাচিত হন। এদিকে ইংরেজি মাধ্যমে সাদ্দাম হোসেন হলকে হারিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও দেশরত্ন শেখ হাসিনা হলকে হারিয়ে শহীদ জিয়াউর রহমান হল ফাইনাল পর্ব নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন